
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরো একজন।
রোববার দুপুর ১২টার দিকে কক্স ওশান কটেজে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- কাশেম ও জাম্বু। আহতের নাম হামিদ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, কক্স ওশান কটেজটি ভেঙে দুই মাস ধরে নতুনভাবে নির্মাণ করছিলেন ঠিকাদার আবুল। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কাজ দেখাশোনা করছেন জাকারিয়া ও আশরাফ। রোববার দুপুর ১২টার দিকে কটেজের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক শ্রমিক। দীর্ঘক্ষণ পার হলেও তার সাড়াশব্দ না পেয়ে আরো দুজন নামেন। একপর্যায়ে তারা অজ্ঞান হয়ে যান।
পরে সেপটিক ট্যাংক থেকে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে দুই শ্রমিক মারা যান। শ্রমিকদের মৃত্যুর খবর শুনে পালিয়ে যান ঠিকাদার আবুল ও মালিকের ভাই আশরাফ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহ সদর হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin