শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলায় নারীসহ ৩জন আহত

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলায় নারীসহ ৩জন আহত

ভোলার তজুমদ্দিনে ক্রয়কৃত জমিতে ঘর করার সময় অতর্কিত হামলার ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মৌজার, জেএল ৪৮এর খতিয়ান ১১২৩ দাগ নং ৩৩৫৯,৩৩৬১ এর ৩.৭৫ শতক জমি ক্রয়সুত্রে মালিক লিপি আক্তার।

শনিবার সকালে ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে নাছিরউদ্দিন ভুকু গংরা বাঁধা দেয়। এনিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায় সোহেল, নাছিরউদ্দিন ভুকু, বকুল বেগম, আঃ মালেক সহ কয়েকজন মিলে লাঠিসোটা নিয়ে লিপি আক্তার এর উপর হামলা করে টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় লিপির পিতা- মাতা এগিয়ে এলে তাদেরও মারপিট করে। এঘটনায় লিপি আক্তার, হাজী আমির হোসেন, রিজিয়া বেগম গুরতর আহত হলে তাদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
লিপি আক্তার জানান, ভূমি উন্নয়ন কর, খাজনা দাখিলা পরিশোধ করে নামজারিসহ সকল কাগজপত্র আমার অনুকুলে। তারা কাগজপত্র ছাড়াই এলাকার প্রভাব দেখিয়ে আমাদের উপর হামলা করেছে।
অভিযুক্ত নাছিরউদ্দিন ভুকুর কাছে জানতে চাইলে বলেন, অংশীদারী সম্পত্তিতে আলোচনা ছাড়া ঘর তুলতে যায়,এজন্যই বাধা দেয়া হয়েছে। আমাদেরও আহত দুইজন হাসপাতালে ভর্তি আছে।
এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইন-চার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]