
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান (শুভ্র) হত্যা মামলায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানসহ সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মনির কামাল এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন বিএনপি নেতা ও উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক এবং খায়রুল ইসলাম, মাঈন উদ্দিন, রুহুল আমিন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন রিয়াদুজ্জামানের ভাই মাসুদ পারভেজ ওরফে কার্জন, ছাত্রদল কর্মী শরীয়তউল্লাহ ও যুবদল কর্মী রাসেল মিয়া।
খালাস পেয়েছেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মেয়রের ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম ও সৈয়দ মাজহারুল ইসলামসহ ৯ জন।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin