
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাজীপুরে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কোনাবাড়ি ডিগ্রি কলেজের ভবনে লাগানো সেই ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাতে কলেজ ভবন থেকে ওইসব ব্যানার ফেস্টুন সরিয়ে নিয়েছে নেতাকর্মীরা।
এর আগে ‘কলেজ না আওয়ামী লীগের কার্যালয়!’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ দিন সন্ধ্যায় সম্মেলন কমিটির এক বৈঠকে কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি পদপ্রার্থী আব্বাস উদ্দিন খোকন বলেন, আজ থেকে কলেজে ক্লাস শুরু। এ ছাড়া এটি নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন আলোচনা হচ্ছে। যে কারণে সম্মেলন উদ্যাপন কমিটির একটি মিটিংয়ে আমরা কলেজ ভবন থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। আমি আমার পক্ষে লাগানো সব ব্যানার ফেস্টুট খুলে ফেলেছি।
কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন বলেন, বিকেলে তাদের মিটিং হয়। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপর তারা কলেজ ভবন থেকে সব পোস্টার ফেস্টুন সরিয়ে নিয়েছে। ছুটি শেষ, কলেজের কার্যক্রম চলবে। এদিকে এমন সিদ্ধান্ত নেয়ার জন্য সচেতন মহল, এলাকাবাসী ও শিক্ষার্থীরা তাদের সাধুবাদ জানিয়েছেন।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin