
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় রিপা বেগম (২১) নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার রাতে পৌর এলাকার লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালে প্রথমে স্বাভাবিক প্রসবে এক শিশু ও পরেসিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন রিপা বেগম।
মা ও চার শিশু ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে স্বাভাবিকের চেয়ে ওজন কম হওয়ায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রসূতি রিপা বেগম জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর এলাকার সাগর মিয়ার স্ত্রী। সাগর মিয়া একজন কৃষক। এর আগে তিনি প্রবাসে ছিলেন। তাদের ১০ বছরের সংসার জীবন। দুই বছর আগে এক সন্তান জন্মগ্রহনের সময় মারা যায়।
সাগর মিয়া বলেন, ৪ বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি।
হাসপাতালের গাইনী চিকিৎসক গাইনী কনসালটেন্ট শারমিন সুলতানা ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) শাকির রহমানের তত্বাবধানে এই সিজারিয়ান অপারেশন হয়।
চিকিৎসক শারমিন সুলতানা বলেন, প্রথম থেকেই প্রসূতি রিপা আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। দুই বছর আগে ওই নারীর প্রথম বাচ্চা জন্মের সময় মারা যায়। এরপর তিনি আবার অন্তঃসত্ত্বা হন। গর্ভবস্থায় তিনি করোনা আক্রান্ত হন।
তিনি আরো বলেন, সোমবার বিকেলে প্রসব ব্যাথা শুরু হলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। স্বাভাবিক ভাবে তিনি একটি কন্যা শিশুর জন্ম দেন। পরে সিজারিয়ান অপারেসশন করে অন্য তিন শিশুর জন্ম হয়।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin