
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য এবং তৎক্ষণাৎ এর নিন্দা জানিয়েছে তেহরান।
সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্য জানায়, ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি দেশটির পুলিশ কমান্ডার এবং ইসলামী রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
জবাবে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরান বলেছে, নতুন এই নিষেধাজ্ঞা ‘ভিত্তিহীন’। এ ছাড়া এই নিষেধাজ্ঞা আরোপকে ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে লন্ডনের হস্তক্ষেপ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ করে।
ইরানের কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি ২৩ বছর বয়সী মাশা আমিনিকে (২২) গ্রেপ্তার করে নৈতিকতা পুলিশ। পুলিশ হেফাজতে ওই তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। অন্যদিকে বিক্ষোভ দমনে চলছে পুলিশের ধরপাকড়, হুমকি-ধমকি ও মামলা।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin