
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে ঘুষ নেওয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তা শাসিত দেশটির একটি আদালত। রয়টার্স জানিয়েছে, ঘুষ থেকে শুরু করে নির্বাচনী আইন লঙ্ঘনসহ অন্তত ১৮টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
সুচির বিরুদ্ধে এসব অভিযোগের মোট সর্বোচ্চ সাজা প্রায় ১৯০ বছর পর্যন্ত হতে পারে। তবে কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন সুচি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সুচি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়।
ওই সময় থেকেই বন্দি আছেন সুচি। মিয়ানমারের রাজধানীতে সামরিক জান্তার বিশেষ আদালতে তার রুদ্ধদ্বার বিচার চলছে। গণমাধ্যমকে এ বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে দেওয়া হচ্ছে না এবং খবরও ঠিক মতো জানানো হচ্ছে না।
এমনকি সু চির আইনজীবীদেরও সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সূত্র: রয়টার্স।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin