
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইউক্রেনের খেরসন শহরে বুধবার সকালে পাঁচ বিস্ফোরণ শোনা গেছে। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
খেরসন অঞ্চলের সীমান্তের প্রশাসনিক কেন্দ্র হচ্ছে খেরসন শহর। রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু পর প্রথম অঞ্চলটি দখল করে রুশ সেনারা।
জাপোরিঝজিয়া অঞ্চলের দক্ষিণে রাশিয়া সমর্থিত মেলিটগপলের নির্বাসিত মেয়র ইভান ফেডোরোভ বুধবার সকালে জানান, খেরসন শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।
খেরসনে রুশ পুলিশের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া জানায়, খেরসন শহরের সিটি সেন্টার মার্কেটের পাশে একটি যন্ত্র বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, রিয়ার প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করার সুযোগ পায়নি রয়টার্স।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin