
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ধোপাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে ঝুলেছিল ঢাকাগামী একটি ট্রাক।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে চালবোঝায় ট্রাকটি যাওয়ার সময় ওই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, ঢাকাগামী একটি ট্রাক ধোপাকান্দি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল। তবে গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে চালককে।
পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin