
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজের সঙ্গে যুক্ত করার রাশিয়ার প্রচেষ্টার নিন্দা করে ব্যাপকভাবে ভোট দিয়েছে। বুধবার রাতে এ ভোট অনুষ্ঠিত হয়।
সাধারণ পরিষদে প্রস্তাবটি ১৪৩টি দেশ সমর্থন করেছে। অন্যদিকে চীন ও ভারতসহ ৩৫টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল। বিশ্ব সংস্থার সব সদস্যরাষ্ট্র এ পরিষদে রয়েছে। রাশিয়ার পাশাপাশি বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়া- এ চারটি দেশ ভোট প্রত্যাখ্যান করেছে।
উদ্যোগটি প্রতীকী হলেও ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এটিই রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে সর্বোচ্চসংখ্যক ভোট।
গত সপ্তাহে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনীয় অঞ্চল লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ করে নিয়ে নথিতে স্বাক্ষর করেন।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin