বুধবার ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের নাম জানালেন ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের নাম জানালেন ওয়াসিম

আর দিন দুয়েক পরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপের মহারণ। তার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে সবগুলো দল। ঠিক এমন সময়ে এবারের সেমিফাইনালে কোন কোন দল খেলবে তা জানিয়েছেন পাকিস্তানের সাবেক বিশ্বজয়ী পেসার ওয়াসিম আকরাম!

সেমিফাইনালের চার দলের নাম নিশ্চিত না জানালেও তিনটা দল তার কাছে পরিষ্কার। ওয়াসিম জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এবার খেলবে বিশ্বকাপের শেষ চারে। তিনি অবশ্য এখানেই থামেননি। জানান, এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা।

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওয়াসিম বলেন, ‘সেমিফাইনালে আমি অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তানকে দেখতে চাইব। তবে আমার মতে, এই বিশ্বকাপের কালো ঘোড়া হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা।’

এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের দেশে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে। সেখানে প্রথম দু’টি ম্যাচ হেরে তারা এরই মধ্যে সিরিজ খুইয়ে বসেছে। ওদিকে পাকিস্তান আছে নিউজিল্যান্ডে। সেখানে তারা ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলছে। আর ভারত অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত।

অস্ট্রেলিয়া গেল বারের চ্যাম্পিয়ন দল। এ বছরের বিশ্বকাপ আবার আয়োজন করছে তারাই। যে কারণে শিরোপা ধরে রাখার জোর সম্ভাবনাই আছে দলটির। আকরামের ভবিষ্যদ্বাণীতে থাকা বাকি দুই দল ভারত ও পাকিস্তান নিজেদের সবশেষ শিরোপা জিতেছিল যথাক্রমে ১৫ ও ১৩ বছর আগে।

ভারত অবশ্য এখন আইসিসির টি-২০ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে। পাকিস্তান আছে চারে। তবে শেষ দুই বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলে বাবর আজমের দলও প্রত্যাশা তৈরি করেছে আকরামের মনে। আগামী ২৩ অক্টোবর ভারত ও পাকিস্তান মুখোমুখি লড়াই দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]