
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছেন। এ সময় তাহসিনের আরো দুই বন্ধুকে উদ্ধার করেছে বিচকর্মীরা।
শুক্রবার সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণের মুখদাও এলাকার আবুল হোসেনের ছেলে ফয়সাল ও হাবিবুর রহমানের ছেলে রিফাত।
বিচকর্মী মাহবুবুল আলম জানান, সকালে চার বন্ধু কুমিল্লা থেকে কক্সবাজার পৌঁছেন। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসেন। পরে এক বন্ধুকে ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামেন। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে ভেসে যান তাহসিন ও তার বন্ধুরা। এ সময় তার দুই বন্ধুকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বিচকর্মীরা। পরে তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তাহসিনের বন্ধু রিফাত জানান, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যায় তার বন্ধু তাহাসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে বিচকর্মীরা।
তিনি আরো জানান, তারা চার বন্ধু কক্সবাজার বেড়াতে এসেছিলেন। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদসারাছাত্র।
Posted ৬:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin