
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শরীফ। তিনি জেলার ভৈরব উপজেলার চণ্ডিবের এলাকার মুক্তার মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাতে মাটিকাটা এলাকায় সড়কের পাশে শরীফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি আরো জানান, শুক্রবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted ৮:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin