
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিল্লির বাড়িতে ঢুকে পড়ল সাপ। গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় হুলুস্থুল পড়ে যায় অমিত শাহর বাড়ি পাহারায় থাকা লোকদের মধ্যে।
এনডিটিভি জানিয়েছে, পাঁচ ফুট লম্বা ওই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। এর নাম ‘এশিয়াটিক ওয়াটার স্নেক’, যাকে ঢোঁড়া বলে।
অমিত শাহর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, গায়ে ডোরাকাটা দাগ থাকা সাপটিকে দেখা মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা। তৎক্ষণাৎ বন্য প্রাণী অধিদপ্তরে খবর পাঠানো হয়।
বন্য প্রাণী বিভাগের দুজন কর্মী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি নিরাপত্তা কর্মকর্তাদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভেতর ঢুকে ছিল। এ ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে। ভারতের ১৯৭২ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।
বন্য প্রাণী বিভাগের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা নিজেরা কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আমাদের খবর দিয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই মানুষজন মনে করেন সাপ নগরজীবনের বোঝা। তাদের মেরে ফেলা হয়।
দিল্লি প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বর্ষা মৌসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এমন ৭০টি সাপ উদ্ধার করা হয়েছে।
সূত্র : এনডিটিভি, জিনিউজ।
Posted ১:২২ অপরাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin