
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৯৮ লিটার চোলাই মদসহ এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম নয়ন। ৩৫ বছর বয়সী নয়ন বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাবলু।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ নয়নকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin