
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ধনকুবের প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক টুইট করে জানিয়েছেন, তার স্পেসএক্স কম্পানি ইউক্রেনে বিনামূল্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সুবিধা দেওয়া অব্যাহত রাখবে।
ইলন মাস্ক বলেছেন, তার রকেট কম্পানি স্পেসএক্স ইউক্রেনে তার স্টারলিংক ইন্টারনেট পরিষেবার অর্থায়ন অব্যাহত রাখবে। তবে হাল্কাচালের ভাষায় দেওয়া বিবৃতিটি আন্তরিকভাবে দেওয়া হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
স্টারলিংক কম্পানি আর ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেমে অর্থায়ন করতে পারবে না -এ কথা বলার পরের দিনই শনিবার রাতে মাস্ক এক টুইট বার্তায় সেবাটি বহাল রাখবেন বলে জানান। ইউক্রেনে চলমান সংঘাতের সময় সামরিক ও বেসামরিক যোগাযোগের জন্য ওই সংযোগ খুব গুরুত্বপূর্ণ।
মাস্ক টুইট করেছেন, ‘চুলায় যাক…যদিও স্টারলিংক এখনও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যান্য কম্পানি সরকারের কোষাগার থেকে অর্থ পাচ্ছে, আমরা ইউক্রেন সরকারকে বিনামূল্যে অর্থায়ন করতে থাকব।
মাস্ক এর আগে বলেছিলেন, তিনি ইউক্রেনে স্যাটেলাইট সেবা বজায় রাখতে মাসে প্রায় ২ কোটি ডলার ব্যয় করেন। সূত্র: আল জাজিরা
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin