
জবি প্রতিনিধি: | রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
১৭ অক্টোবর থেকে আরম্ভ হচ্ছে গুচ্ছ ভর্তির আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ইতোমধ্যে কেন্দ্রীয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএ এর উপর থাকছে ২০ নম্বর। আলাদাভাবে হিসেব করলে গতবছরের ন্যায় এবারো এসএসসি এর উপর ১০ এইচএসসি এর উপর ১০ নম্বর থাকছে। ১৬ অক্টোবর তথ্যটি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
এখন পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর মার্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জিপিএ মার্ক রাখা না রাখা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড মোঃ ইমদাদুল হক জানিয়েছেন এটা যেকোনো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত তারা চাইলে নম্বর রাখতেও পারবে না ও রাখতে পারবে।
Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin