
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এক সৌজন্য সাক্ষাতে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এ নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।
সাক্ষাতে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন আইজিপি।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৫:২০ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin