
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ওয়ারশতে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে পোল্যান্ডের সংযুক্ত করে নেওয়া উচিত কিনা তা নিয়ে কয়েকশ লোক শনিবার একটি সাজানো গণভোটে অংশ নিয়েছে। কয়েকটি সংগঠনের আয়োজিত একটি বিক্ষোভের অংশ হিসাবে এটি করা হয়।
আয়োজকরা একটি বিবৃতিতে বলেছেন, ‘এই মৌসুমে সংযুক্তি চলছে’। কথিত গণভোটের পরে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করে নেওয়ার মস্কোর সাম্প্রতিক ঘোষণার উল্লেখ করে একথা বলা হয়। পশ্চিমারা অবৈধ এবং একটি ‘ন্যক্কারজনক কাজ’ বলে ওই ভোট প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা ওই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছি এবং ওয়ারশতে অবস্থিত রুশ দূতাবাস সংযুক্তি করা নিয়ে একটি গণভোট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।’
নীল-হলুদ ইউক্রেনের পতাকা এবং ‘হ্যান্ডস অব ইউক্রেন’ (‘ইউক্রেন থেকে দূরে থাকো’) ও ‘টেরোরাশিয়া’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রায় ৩ হাজার লোক ওয়ারশ-এর এই সাজানো গণভোটে অংশ নেয় বলে আয়োজকরা জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin