
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাজবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউপির দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির গঙ্গানন্দপুর গ্রামের ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।
নিহতের শ্যালক আ. রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন সিরাজুল। রোববার সন্ধ্যা ৬টার দিকে গান্ধিমারা বাজারে ফার্মেসিতে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন তিনি। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে মারা যান তিনি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার এসআই মো. জুয়েল রানা।
তিনি বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin