
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট
তুরস্কে খনিতে ৪১ জন শ্রমিক নিহতের ঘটনাকে ‘নিয়তি’ হিসেবে বর্ণনা করে চরম সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এ ধরনের দুর্ঘটনা ‘সব সময় ঘটবে’।
বিবিসি জানিয়েছে, রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মন্তব্যের জেরে ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অনেকেই বলেছেন, তুরস্কের উত্তরাঞ্চলের ওই কয়লা খনিতে দুর্ঘটনা আসলে ‘গণহত্যা’।
নিহতদের স্বজনদের দাবি, ওই খনিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। শুক্রবার বিস্ফোরণে অন্তত ২৮ জন আহত হয়েছে।
শনিবার বারতিন প্রদেশের খনিটি পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন এরদোয়ান। তিনি বলেছেন, আমরা অদৃষ্টের পরিকল্পনায় বিশ্বাসী মানুষ। এরকম দুর্ঘটনা সবসময়ই ঘটবে, সেটাও আমাদের জানতে হবে।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin