
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ তিন অঞ্চলে সোমবার রাশিয়ার হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুত্-বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দানিস শামিগাল।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রুশ হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়েছে।
প্রধানমন্ত্রী শামিগাল বলেন, ‘রুশ সন্ত্রাসীরা’ কিয়েভে পাঁচটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জ্বালানি পরিষেবা ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া দেনিপ্রোপেত্রোভস্ক ও সামি অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
দেনিপ্রোপেত্রোভস্কে তিনটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হলেও অন্য একটি জ্বালানি স্থাপনায় আঘাত করে। সব সরকারি সংস্থা হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঠিক করতে এবং বিদ্যুত্ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে বলেও জানান তিনি।
কামিকাজি ড্রোন হামলার অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে ‘কামিকাজি’ ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। মনে করা হয়, রাশিয়ার এসব ড্রোনের মধ্যে রয়েছে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন। এটি এক ধরনের উড়ন্ত বোমা।
Posted ৩:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin