
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কিশোরগঞ্জে ডেঙ্গুজ্বরের ভয়াবহতা বাড়ছেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৯৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ রোগী।
চিকিৎসকরা জানান, গত বছরের এই সময়ের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ বেশি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪ রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি আছেন ১২ রোগী।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় পরিস্থিতি মোকাবিলায় ৬০ শয্যার একটি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
অপরদিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৬ রোগী। এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। যে কোনো পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ২০ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে প্রতিটি সরকারি হাসপাতালে প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক। তবে আক্রান্ত রোগীরা ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin