
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
জিলংয়ে দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি সংযুক্ত আরব আমিরাত। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারা শ্রীলঙ্কা এ দিন হারল টস। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে আরব-আমিরাত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) আরব-আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে দুদলই হারের মুখ দেখায়, এ ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পরাজিত দলের। জয়ী দল টিকে থাকবে সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা র্যাংকিংয়ের চক্করে পড়ে খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। গ্রুপ ‘এ’তে তাদের প্রতিপক্ষ তিন সহযোগী দেশ নামিবিয়া, আরব আমিরাত ও নেদারল্যান্ডস। স্পষ্ট ফেবারিট হয়ে আসর শুরু করলেও প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে তারা। পুঁচকে নামবিয়ার বিপক্ষে হেরে গেছে ৫৫ রানে। এ হারের পর এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এখন বাদ পড়ার শঙ্কায়। চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে টিকে থাকতে আরব-আমিরাতকে হারাতেই হবে এ ম্যাচে।
এদিকে আমিরাতের সামনেও একই সমীকরণ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ লক্ষ্য দিয়েও দারুণ লড়াই করে হেরেছে তারা। টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখা দলটি কোনমতে একটি জয় নিয়ে আসর শেষ করতে চায়।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin