শনিবার ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ ঘরের তালাবদ্ধ ট্রাংকে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট

নিজ ঘরের তালাবদ্ধ ট্রাংকে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

বাগেরহাটের রামপালে নিজ ঘরের তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে নিহারিকা হালদার নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার বেতকাটা গ্রামের ওই বৃদ্ধার বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ৭৫ বছর বয়সী নিহারিকা হালদার বেতকাটা গ্রামের মৃত ক্ষিতিশ হায়দারের স্ত্রী। তার একমাত্র ছেলে চাকরিজীবী ও তিন মেয়ে রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এস এম আশরাফুল আলম জানান, নিহারিকা হালদার নিজের বসতবাড়িতে একা বসবাস করতেন। তার ঘর ২-৩ দিন ধরে তালাবদ্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। সোমবার বিকেলে তারা নিহারিকার মেজো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেন। তিনি এসে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ট্রাংক থেকে দুর্গন্ধ পান। পরে পুলিশে খবর দেন তারা। পরে ঘরে থাকা ট্রাংকের তালা ভেঙে লাশ উদ্ধার করে রামপাল থানা পুলিশ।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

রামপাল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‌‘প্রতিবেশীরা জানিয়েছে, বাড়িতে একা থাকায় বিভিন্ন সময় বেড়াতে এদিক-ওদিক চলে যেতেন নিহারিকা। তাই কয়েকদিন বাড়িতে তাকে না দেখেও কারো কোনো ধরনের সন্দেহ হয়নি। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে’

এদিকে, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবালসহ পুলিশের অন্যান্য ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]