
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটের ভেতরে হংকংয়ের স্বাধীনতাপন্থির এক বিক্ষোভকারীকে টেনে নিয়ে মারধর করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কনস্যুলেটের ভেতর থেকে এসে একজন ব্যাক্তিতে জোর করে ভেতরে নিয়ে যায়। পরে পুলিশ ও অন্য বিক্ষোভকারীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
মারধরের শিকার ওই বিক্ষোভকারী বলেছেন, ‘তারা আমাকে ভেতরে নিয়ে যায়, মারধর করে।’
যুক্তরাজ্য সরকার এ ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে। অন্যদিকে চীনা কনস্যুলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বিকৃত ছবি প্রদর্শন করেছিলেন।
যুক্তরাজ্যের পররাষ্ট দপ্তর বলেছে, তারা জরুরীভাবে এ ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার পর বব নামের ওই বিক্ষোভকারী বিবিসি চাইনিজকে জানান, হংকংয়ের বিরোধীতা করা মূলভূখণ্ডের (মূল চীন) ব্যক্তিরা কনস্যুলেটের ভেতর থেকে এসে তাদের বিক্ষোভ পণ্ড করে দিয়েছে।
বব বলেছেন, ‘আমরা যখন তাদের থামানোর চেষ্টা করি, তারা আমাকে ভেতরে টেনে নিয়ে যায়, আমাকে মারধর করে।’ পরে যুক্তরাজ্যের পুলিশ তাকে বের করে নিয়ে আসে বলে জানিয়েছেন তিনি।
Posted ৩:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin