
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের শহর ইয়েস্কের আবাসিক এলাকায় সোমবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন একটি এসইউ-৩৪ বোমারু বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।
হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের ফাইটার পাইলটরা বিধ্বস্ত হওয়ার আগে বেরিয়ে আসতে পেরেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমান থেকে নেমে আসা পাইলটদের একজনের বক্তব্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার কারণ- টেক অফের সময় বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল।
ক্রাসনোদরের গভর্নর জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। আঞ্চলিক ও স্থানীয় সব ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাছে ব্যস্ত।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনে একটি বহুতল ভবনের পাঁচটি তলা পুড়ে গেছে এবং বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিবিসি।
Posted ১:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin