
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ফরিদপুরের ভাঙ্গায় উল্টোপথে মোটরসাইকেল চালাতে গিয়ে গাড়িচাপায় মো. নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শরীয়তপুরের পালং উপজেলার সুবিধারকান্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নজরুল। ভাঙ্গা গোলচত্বর এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে রাতে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
Posted ৩:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin