
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঐ উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় আশপাশের স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।
খবর পেয়ে বুধবার সকালে বগিটি উদ্ধার করা হলেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
জয়দেবপুর রেলস্টেশনের মাস্টার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বগিটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
Posted ৩:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin