
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
যশোরে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোর শহরের পুরাতন কসবা মিশনপাড়ার সিরাজুল ইসলাম মানিক, হাটবিলা গ্রামের সুলতান মোল্লার ছেলে সুমন হোসেন, সতীঘাটার আব্দুর রাজ্জাক, সদর উপজেলার ঘোপ ফতেপুর গ্রামের জামাল হোসেন, ঘোপ ছাতিয়ানতলা গ্রামের আসাদুজ্জামান লাবল, জগমোহনপুর গ্রামের রেজাউল করিম রাজুসহ ১৭ জন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন যশোর বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin