
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কাউনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন সরকার জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আরও কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ দুর্ঘনায় মোট ১৩টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া অধিকাংশ দোকানই মুদির বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Posted ২:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin