মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ার গ্যাস: নর্ড স্ট্রিম ১ এর ৫০ মিটার বিস্ফোরণে ধ্বংস হয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

রাশিয়ার গ্যাস: নর্ড স্ট্রিম ১ এর ৫০ মিটার বিস্ফোরণে ধ্বংস হয়েছে

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহকারী আলোচিত পাইপলাইপ নর্ড স্ট্রিম ১ এর অন্তত ৫০ মিটার অংশ গত মাসের বিস্ফোরণে ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি নরওয়েজীয় রোবোটিক্স কম্পানির তোলা এ সংক্রান্ত ভিডিও সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

 

ডেনমার্কের পুলিশের ধারণা নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে ‘শক্তিশালী বিস্ফোরণ’ চারটি গর্ত তৈরি করেছে।

নাশকতা সন্দেহ করা হলেও কে করেছে বা কী কারণে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও জানা যায়নি।

সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন এর সঙ্গে মিলে ব্লুআই রোবোটিক্স নামের প্রতিষ্ঠানটি বিশেষ ড্রোন দিয়ে সমুদ্রপৃষ্ঠের প্রায় আড়াই শ ফুট নিচে বেঁকে যাওয়া ধাতব পাইপের ছবি তুলেছে। ব্লুআই রোবোটিক্স বলেছে, পাইপলাইনের কিছু অংশ হয় হারিয়ে গেছে বা সমুদ্রের তলার মাটিতে চাপা পড়েছে।

 

ড্রোন অপারেটর ট্রন্ড লারসেন এক্সপ্রেসেন পত্রিকাকে বলেন, ‘যতটা আমরা দেখছি তাতে বলা যায়, কেবলমাত্র প্রচণ্ড কোনো শক্তিই এত পুরু ধাতুকে বাঁকিয়ে দিতে পারে।’

বাল্টিক সাগর অতিক্রমকারী ওই পাইপগুলোতে বিস্ফোরণের পর ২৬ সেপ্টেম্বর থেকে রাশিয়ার গ্যাস সরবরাহ স্থগিত রাখা হয়েছে। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই পাইপগুলো দিয়ে গ্যাস সরবরাহ নানা কারণে অনিয়মিত হয়ে পড়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)
(160 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]