
নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ায় সৈয়দ হোসেন নামে ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উখিয়ার পালংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৯ ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ একই ক্যাম্পের জমিল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, রাতে ক্যাম্পের একটি দোকানের সামনে বসে ছিলেন সৈয়দ। এ সময় তার ওপর এলোপাতাড়ি হামলা চালায় পাঁচ-ছয়জনের দুর্বৃত্ত দল। একপর্যায়ে গলা কেটে তাকে হত্যা করে তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এপিবিএন সদস্যরা।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin