
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকার হাটিকুমরুল-নগরবাড়ি রাস্তার পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১৮ অক্টোবর) হত্যাকারীরা রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। আজ সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। কেনো তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, তিনি নাটোরের সিংড়া উপজেলার ১ সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বর ও খোকা আকন্দের ছেলে মো. ফরিদুল ইসলাম আকন্দ।
তবে সিংড়ার একাধিক সূত্র বলছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে তিনি একপক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন।
সলঙ্গা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, কোন কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত না করে এখনই বলা সম্ভব না।
Posted ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin