
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ইরান চলমান ইউক্রেন যুদ্ধের বিরোধী এবং এ যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতাসহ সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত। বুধবার (১৯ অক্টোবর) পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ডারজেজ ডুডার সঙ্গে এক টেলিফোন আলাপে এ কথা জানান ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। খবর পার্সটুডের।
ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে, তা নাকচ করে রাইসি বলেন, ইরান চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং এ যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে যুদ্ধড্রোন তুলে দিয়েছে ইরান।
ইব্রাহিম রাইসি পোল্যান্ডের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন। তিনি বলেন, দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ওয়ারশ ও তেহরান উভয়ের প্রচেষ্টা চালানো উচিত।
টেলিফোনে ডুডা বলেন, ইরান সব সময় বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে।
তিনি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin