
চাঁদপুর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
চাঁদপুরের কচুয়ায় ওভারটেক করার সময় বাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজন সাহা নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সুমন নামে আরো এক আরোহী।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কালচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে। আহত সুমন একই গ্রামের নেপালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাজীগঞ্জ থেকে কচুয়ায় আসার পথে ঢাকাগামী কাভার্ডভ্যানটি ওভারটেক করার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজন। এ সময় আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী সুমন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে পালিয়েছেন চালক। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin