
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে করিম উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউপির বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত করিম উল্লাহ বরইতলী গ্রামের আবদুস সালামের ছেলে। অভিযুক্ত নুর মোহাম্মদ একই গ্রামের মো. সাবেরের ছেলে ।
স্থানীয়রা জানান, করিম তার বন্ধু নূর মোহাম্মদের কাছ থেকে টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সাবের ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে করিমকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin