নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের শ্রীপুরে রেললাইনের ওপর উল্টে পড়া ক্রেন অপসারণ করা হয়েছে। এর ফলে দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই শহীদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা ময়মনসিংহ রেলরুটের সাতখামাইর এলাকায় রেললাইনের স্লিপার ট্রাক থেকে আনলোড করছিল ক্রেনটি। সকাল সাড়ে ৯টার দিকে ক্রেনটি কাত হয়ে রেল লাইনের ওপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি ক্রেন এনে উদ্ধার কাজ শুরু করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ক্রেন অপসারণ করা হয়েছে। এর ফলে দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ শুরু হয়।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin