
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
স্প্যানিশ লা লিগার ম্যাচে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সাকে ৩-১ ব্যবধানে হারানোর পর এবার এলচেকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল বর্তমান চ্যাম্পিয়নরা। গোল পেয়েছেন ব্যালন ডি’অরজয়ী তারকা করিম বেনজিমাও।
মঙ্গলবার রাতে এলচের মাঠে একাদশতম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে।
তিন মিনিট পর উল্টো গোল খেতে বসেছিল রিয়াল। তবে পাল্টা আক্রমণে নিকোলাস ফের্নান্দেসের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান থিবো কোর্তোয়ার চোটে কয়েক ম্যাচ ধরে নিয়মিত পোস্ট সামলানো আন্দ্রি লুনিন।
প্রথমার্ধের ৬ ও ২৬ মিনিটে গোল বাতিল হয় করিম বেনজিমা ও ডেভিড আলাবার।
৬০তম মিনিটে আবারও জালে বল পাঠান বেনজেমা। আবারও ভিএআরে ধরা পড়ে অফসাইড। ৫৮তম মিনিটে বাঁ থেকে বেনজেমার বাড়ানো বল দারুণ পজিশনে পেয়েও গোলরক্ষক বরাবর দুর্বল হেড করেন রদ্রিগো।
অবশেষে ৭৫তম মিনিটে গিয়ে গোলের আনন্দে ডানা মেলেন বেনজেমা। ডি-বক্সে বল বাড়িয়ে আরেকটু ডান দিকে এগিয়ে যান তিনি, প্রথম ছোঁয়ায় কাটব্যাক করেন রদ্রিগো। এরপর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।
পাঁচ ম্যাচের গোল খরা ক্লাসিকো দিয়ে কাটানো বেনজেমা টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন। গত মৌসুমের পিচিচি ট্রফি জয়ী স্ট্রাইকারের এবারের লিগে গোল হলো ৫টি।
নির্ধারিত সময় শেষের আগের মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন সাত মিনিট আগে টনি ক্রুসের বদলি নামা আসেনসিও।
বাঁ দিক থেকে রদ্রিগোর উঁচু করে বাড়ানো বল বক্সে ফাঁকায় ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার।
নিজেদের পরের ম্যাচে আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।
Posted ৭:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin