
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে মো. মোফাজ্জল হোসেন নামের (২৫) এক অটোচালকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
নিহত অটোচালক মো. মোফাজ্জল হোসেন একই এলাকার কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, দুই সন্তানের জনক মো. মোফাজ্জল হোসেন বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করার জন্য চালক মোফাজ্জলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin