বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে মাঠে শ্রীলঙ্কা। জিলংয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে যাওয়া লঙ্কানরা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পায় আরব আমিরাতের বিপক্ষে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই ম্যাচে দুই জয় পাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে লঙ্কানদের জয়ের বিকল্প নেই। আজ হারলেই বাদ পড়ে যাবে এশিয়ান চ্যাম্পিয়নরা।

নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হারে জটিল হয়ে গেছে গ্রুপ ‘এ’র সমীকরণ। দুই ম্যাচে দুই জয় পাওয়া নেদারল্যান্ডস পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করলেও এখনো নিশ্চিত নয় চূরান্ত পর্ব। একটি করে জয় নিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে টিকে আছে শ্রীলঙ্কা ও নামিবিয়াও। দুই ম্যাচে হারের মুখ দেখা আমিরাতের বিদায় অবশ্য নিশ্চিত হয়ে গেছে।

প্রথম দুই ম্যাচের জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। তাদের রান রেট পয়েন্ট ১৪৯। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটের ব্যবধানে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে তারা নামিবিয়াকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। শেষ ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হয়েই তারা পা রাখবে সুপার টুয়েলভে। তবে হারলে তাদের অপেক্ষা করতে হবে নামিবিয়া-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচের ফলের ওপর। নামিবিয়া হারলে তারা পরের পর্বে সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। কিন্তু নামিবিয়া যদি জিতে যায়, পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে তারা আসর থেকে ডাচদের তাড়িয়ে সুপার টুয়েলভে পা রাখবে।

এদিকে, নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাদের রান রেট পয়েন্ট ৬০০। সুপার টুয়েলভে যেতে শেষ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। বড় ব্যবধানে না জিতলে তারা পরের পর্বে পা রাখবে রানার আপ হয়েই। সেক্ষেত্রে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। তবে ডাচদের বিপক্ষে হার মানেই বিপদ। আসর থেকে ছিটকে যেতে হবে এশিয়ার চ্যাম্পিয়নদের।

অন্যদিকে, এক জয়ে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার চেয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে অবস্থান করছে নামিবিয়া। তাদের রান রেট পয়েন্ট ১.২৭৭। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাত। নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে গেলে, শেষ ম্যাচে হারলেও রানার আপ হয়ে সুপার টুয়েলভে পা রাখবে ডেভিড ভিসারা। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে প্রথম ম্যাচে নামিবিয়াকে পাবে বাংলাদেশ। আর শ্রীলঙ্কা জিতলে, নামিবিয়ার সামনে জয় ছাড়া কোনো বিকল্প থাকবে না। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ সেরা হয়ে সুপার টুয়েলভে পা রাখবে নামিবিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]