
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনের ‘অনিয়ম’ তদন্তে আসা ইসির তিন সদস্যের কমিটি তদন্তকাজ শেষ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সার্কিট হাউসের সভাকক্ষে শুনানি ও বক্তব্য গ্রহণ করে তারা।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের বক্তব্য গ্রহণ শেষে বিকেল সাড়ে ৩টায় তদন্তের সমাপ্তি ঘোষণা করে কমিটি।
পরে সার্কিট হাউস চত্বরে তদন্ত কমিটির আহ্বায়ক ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ উপস্থিত সাংবাদিকদের জানান, ৬৮৫ জনকে নোটিশ করা হলেও তিন দিনে ৬২২ জনের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করা হয়েছে। যারা আসেননি তারা পোলিং এজেন্ট ছিলেন।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে কিছু প্রার্থী ৫১ কেন্দ্রে ৫১ জন পোলিং এজেন্টই পাঠাতে পারেননি। তবে তিনি তদন্তের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
আগামী সোমবার সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। পরে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এ সময় কমিটির সদস্যসচিব ও ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী, যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Posted ১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin