
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সিরাজুল ইসলাম টুটুল (২৫)। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে আল আমিন হোসেন, শুক্রবার সকালে আতিকুল ইসলাম মিঠু ও সোমবার পারভেজ নামে আরো এক দগ্ধ মারা যান।
এ নিয়ে দগ্ধ পাঁচজনের মধ্যে বেঁচে রইলেন একজন। তাঁর নাম আনোয়ারুল ইসলাম। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন।
Posted ১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin