
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মাদরাসার জন্য সড়কে দাড়িয়ে চাঁদা তুলতে অনীহা প্রকাশ করায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর মাদ্রাসা কাসেমিয়া এতিমখানার এক শিশু শিক্ষার্থীকে দুই দফায় বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। মাদরাসার এক শিক্ষকসহ দুই সিনিয়র শিক্ষার্থী বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে দুই দফায় এ কান্ড ঘটান। ওই শিশু শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিশু শিক্ষার্থীর স্বজনেরা শিশুটিকে মাদ্রাসা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় আহত শিশু শিক্ষার্থীর স্বজনেরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক মাসুদ বিন ওয়ালিদকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আটক করেছে পুলিশ।
আহত সাইমন জানায়, চাঁদা আদায়ে অনীহা প্রকাশের পর পাঞ্জাবি ময়লা হয়েছে এই অজুহাতে তাকে কয়েক দফায় পেটায় মাদরাসার সিনিয়র শিক্ষার্থী বায়েজিদ ও আতিক। এরপর একই ঘটনার জের ধরে তাকে বেধড়ক নির্যাতন করে শিক্ষক মাসুদ বিন ওয়ালিদ। আরো কয়েকজন শিক্ষার্থীকেও মারা হয় বলে সাইমন জানায়।
Posted ১:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin