
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | প্রিন্ট
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় জিসান নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় জিসানের মাসহ আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- জিসানের মা পারভীন আক্তার এবং ওমর ফারক।
স্থানীয়রা জানান, শেরপুরের গাড়িদহ বন্দর থেকে যাত্রী নিয়ে একই উপজেলার মহিপুর বাজারে যাচ্ছিল একটি ভ্যান। মহিপুর এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ভ্যানে ধাক্কা দেওয়া ট্রাকটিকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin