বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | প্রিন্ট

আগামীকাল ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

চেন্নাইয়ের তামিলনাড়ু দলের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল শনিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল এগারোটার ফ্লাইটে দেশ ত্যাগ করবেন ক্রিকেটাররা।

ভিসা জটিলতার ফলে বাংলাদেশের ভারত সফরের তারিখ পিছিয়েছে। ম্যাচের তারিখ পেছালেও সিরিজের ম্যাচ সংখ্যা অপরিবর্তিত আছে। সেক্ষেত্রে নতুন সূচিতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৫ অক্টোবর প্রথম চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ১ নভেম্বরে। সবশেষ তিনটি একদিনের ম্যাচের প্রথমটি শুরু হবে ৭ নভেম্বরে। দ্বিতীয়টি ৯ এবং ১১ নভেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

একদিনের ম্যাচগুলোতে খেলবেন বিশ্বকাপ থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন। সিরিজে হেড কোচের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল। দলের সঙ্গে ভারত যাচ্ছেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ সাইফউদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]