
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১৩ ও ১৯ নম্বর ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন, একই ক্যাম্পের মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি, ১৫ নম্বর ক্যাম্পের ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন ও ১৯ নম্বর ক্যাম্পের আবু বক্করের ছেলে নূর আলম।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ১৮ অক্টোবর ১৯ নম্বর ক্যাম্পের একটি দোকানের সামনে সৈয়দকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin