
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
চলমান টি-২০ বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শক্তিশালী ইংল্যান্ড ও বিস্ময় জাগানো আফগানিস্তান। তার আগে অংশগ্রহণকারী অন্য দলগুলোকে যেন হুমকিই দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, সাদা বলে ইংল্যান্ড ভয়ংকর একটি দল।
গ্রুপ-১’র ম্যাচে উভয় দলই চায় জয় দিয়ে মিশন শুরু করতে। পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ।
গত টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই মিশন শেষ করতে হয় ইংল্যান্ডকে। টুর্নামেন্টের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে ম্যাচ হারে সুপার টুয়েলভে দুর্দান্ত খেলা ইংলিশরা।
বর্তমানে উড়ন্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড দল। কেননা বিশ্বকাপের আগে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে তারা। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ফেবারিট হিসেবেই দেখছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার মতে, এবারের বিশ্বকাপ জয়ের জন্য যা দরকার, সবই তাদের রয়েছে।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমার মতে আমরা এবারের আসরে একটি ভয়ংকর দল। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা চাইলেই নিজেদের মত করে ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে। আর এই জিনিসটাই টি-টোয়েন্টি ফরম্যাটে খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন ‘আমরা একটি ভালো অবস্থানে রয়েছি। শেষ ১০ ম্যাচে আমরা খুব ভালো একটি সময় পার করেছি, দারুণ কিছু ম্যাচ খেলেছি। আমি মনে করি এবারের আসরের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুত।’
এদিকে এবারের বিশ্বকাপ জিতলে পরপর দুইবার বিশ্বকাপ নিজেদের করে নেয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। তারা নিজেদের মাঠের সুবিধা পাবে বলেই ধারণা করছেন বাটলার।
এ বিষয়ে বাটলার বলেন, ‘অস্ট্রেলিয়া বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট। তবে তাদের উচিত হবে না ইংল্যান্ড দলকে হালকাভাবে নেওয়া। ইংল্যান্ডের নতুন এই দল সাদা বলে খুবই ভয়ংকর।’
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin