
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অক্টোবর ২০২২ | প্রিন্ট
মালদ্বীপে আগের ম্যাচে বড় ব্যবধানে হারের পর দারুণভাবে জয়ে ফিরেছে সাবিনা খাতুন-মাতসুসিমা সুমাইয়ার ধিবেহি সিফাইং ক্লাব। শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে ৬-০ গোলে ওয়ামকোকে উড়িয়ে দিয়েছেন তারা। এ নিয়ে চার ম্যাচে তিন জয়ে সিফাইং ক্লাবের সংগ্রহ ৬ পয়েন্ট।
মালেতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল সাবিনাদের দল। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি তারা।
ম্যাচের ৩ মিনিটে সাফল্য তুলে নেয় সিফাইং। জাপানি বংশোদ্ভূত বাংলাদেশের মাতসুসিমা সুমাইয়া প্রথম লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ফাতিমাত থিবা ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বাংলাদেশ অধিনায়ক সাবিনা ১৪ মিনিটে তৃতীয় গোল উপহার দেন।
৩৪ ও ৩৫ মিনিটে মাইসা আব্দুল হান্নান জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ৩১ মিনিটে সুমাইয়া নিজের দ্বিতীয় গোল পান।
Posted ৪:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin