
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট
দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের দুটি গ্রাম থেকে রুশ সেনাদের প্রত্যাহার করার দাবি করছে ইউক্রেন। একইসঙ্গে বারিস্ল্যাভ শহর থেকে রুশ সামরিক সেনা কর্মকর্তাদের সরানোর দাবিও করছে দেশটি।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকের এক পোস্টে এ দাবি করেন। তিনি পোস্টে লিখেন, ইউক্রেনের খেরসন অঞ্চলের চারিভনে ও চকালোভ গ্রাম থেকে রুশ সেনাদের সরিয়ে নেয়া হয়েছে।
কৌশলগত কারণে খেরসন শহরটি গুরুত্বপূর্ণ। সেটিসহ অন্যান্য এলাকা পুনদর্খল করতে ইউক্রেনের সেনারা যুদ্ধে অগ্রসর হচ্ছেন।
তিনি বলেন, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৪০ ক্ষেপণাস্ত্র ও ১৬টি কামিকাজি ড্রোনে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ২০ ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা কাইরাইলো তাইমোসেনকো বলেন, খেরসনের ৮৮ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনের সেনারা। এছাড়া খারখিভের ৫৫১ এলাকাও পুনর্দখল করেছে কিয়েভ।
সূত্র- আনাদুলু এজেন্সি।
Posted ৭:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
ajkerograbani.com | Salah Uddin